মালয়েশিয়া প্রবাসী আড়াই লাখ বাংলাদেশি পেলেন পাসপোর্ট

মালয়েশিয়া প্রবাসী প্রায় আড়াই লাখ বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। কুয়ালালামপুরে বিশেষ ব্যবস্থাপনায় এক বছরে এসব পাসপোর্ট বিতরণ করছে বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অনিয়মিত অভিবাসী শ্রমিক নিয়মিতকরণ (রিক্যালিব্রেশন ২.০) কর্মসূচিকে সামনে রেখে পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার ও কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউজ থেকে যৌথভাবে সরাসরি এসব পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

সূত্র জানায়, গত বছরের ২৭ জানুয়ারি দেশটিতে অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব ৩১ ডিসেম্বর শেষ হলেও এর বৈধকরণ প্রক্রিয়া ৩১ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া ৩০ জুনের মধ্যে আরটিকে ২.০ প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ।