বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ‘গণতন্ত্র সমঅধিকার মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে কাজ করতে হবে। ছাত্র-জনতা রক্ত দিয়ে আমাদেরকে মানবাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে তাদের ত্যাগের যথাযথ মর্যাদা দিতে হবে, তাহলেই তাদের ত্যাগ সার্থক হবে।’
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাবের সদস্য, হোয়াইট হাউস ও জাতিসংঘ করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী আরো বলেন, ‘কথা বলতে পারা আমাদের মৌলিক অধিকার। আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা যে একটি ভয়ের সংস্কৃতির মধ্যে ছিলাম, তা কাটিয়ে উঠতে পেরেছি। কথা বলার অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে, তাহলে আমাদের সমাজ-রাষ্ট্রের অনেক অপকর্ম আমরা প্রতিহত করতে পারবো।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাদের দ্বারা যে সকল অপকর্ম সংঘটিত হয়েছে তার বিচার করতে হবে এবং প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী। সাহিত্য সংসদের আল ইসলাহ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা) আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত। আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদের সহসভাপতি কবি-শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, প্রফেসর ড. জি.এম. রবিউল ইসলাম, প্রফেসর ড. ইফতেখার আহমদ, প্রফেসর ড. মো. সাহাবুল হক,প্রফেসর ড. শাহাদত চৌধুরী, কবি-বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু, সাংবাদিক মঈন উদ্দিন মনজু, অধ্যাপক শেখ আবদুর রশীদ, সিলেট জেলা বারের সাবেক লাইব্রেরি সম্পাদক কবি আব্দুল মুকিত অপি এডভোকেট, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, খালেদ আকবর চৌধুরী, নাদীর আহমদ, সাংবাদিক এ এইচ আরিফ, সাংবাদিক মিসবাহ উদ্দিন আহমদ, সাংবাদিক রুবেল আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহিত্য সংসদের জীবন সদস্য এডভোকেট জুনেদ আহমদ এবং ফুলেল শুভেচ্ছা জানান জাহেদুর রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, ছড়াকার কামরুল আলম, ফায়যুর রাহমান, কবি রাহনামা শাব্বীর চৌধুরী মনি, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি ইশরাক জাহান জেলী, ব্যাংকার সৈয়দ ফয়ছল আহমদ।