গর্ভধারণের সময় থেকে ৩ বছর যখন শিশু বিকাশের শ্রেষ্ঠ সময় তখন ‘দিলে ভালোবাসা ও সঠিক যতন- শিশু হবে দেশের অমূল্য রতন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে হবিগঞ্জের মাধবপুরে শিশুর মেধা বিকাশে কর্মশালা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে আইসিডিডিআর এর উদ্যাগে উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুনের সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় বক্তব্য রাখেন আইসিডিডিআর এর সিনিয়র রিচার্জ অফিসার মাসুমা কাউসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, আইসিডিডিআর এর ফিল্ড রিচার্জ এসিষ্ট্যান্ড সৈয়দা তানজিম তাছফিয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, নাসরিন সুলতানাসহ অনেকেই।
কর্মশালায় বক্তারা বলেন, ‘০-৩ বছরের শিশুর সঠিক ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তাকে নিয়ে নিকটস্থ স্বাস্ব্যকেন্দ্রে বা কমিউনিটি ক্লিনিকের বুদ্ধি বিকাশ সেশনে অংশগ্রহণ করুন। সেখানে বয়স উপযোগী শেখানো খেলাগুলো আপনার কাজের ফাঁকে ফাঁকে মজা করে শিশুর সাথে বেশী করে খেলতে হবে। শিশুকে যে আপনি ভালোবাসেন তা প্রকাশ করুন, তাহলে সেও আপনাকে ও অন্যদেরকে ভালোবাসতে শিখবে।’