
হবিগঞ্জের মাধবপুরে মারুফ মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মারুফ উপজেলার ছাতিয়াইন গ্রামের মানিক মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুইদিন পূর্বে মারুফ বাড়ি থেকে বেড়িয়ে যায় আর ফিরে আসেননি। বুধবার দুপুরে ছাতিয়াইন এলাকার রেলওয়ে’র স্টেশন মাস্টারের পরিত্যক্ত একটি বাসভবনে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি দুইদিনের পুরনো। অনেকটা পঁচে গেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।