মাধবপুরে পুলিশের গাড়িতে অটোরিকশা চালকদের হামলা

হবিগঞ্জের মাধবপুরে মহাসড়কে দায়িত্বরত অবস্থায় হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা করেছে কিছু সংখ্যক অটোরিকশা চালক ও তাদের স্বজনরা।

শনিবার (০৫ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহাদাতের নেতৃত্বে একটি টিম পিকআপ ভ্যান নিয়ে মীরনগর এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা কয়েকটি অটোরিকশা (সিএনজি) আটক করে।

এ সময় হাইওয়ে পুলিশ মীরনগর গ্রামের ফারুক মিয়ার একটি অটোরিকশা আটক করলে ফারুক মিয়া উত্তেজিত পড়েন। খবর পেয়ে দ্রুত ফারুক মিয়ার স্বজনরা বাঁশের লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া করে পিকআপ ভ্যানের উপর হামলা চালিয়ে সামনের গ্লাস ভেঙ্গে ফেলে।

অটোরিকশা চালক ফারুক মিয়া জানান, ‘তার অটোরিকশাটি মহাসড়কে ছিল না। পাশের একটি ইটভাটায় রাখা ছিল। হাইওয়ে পুলিশ ইটভাটা থেকে অটোরিকশাটি টেনে নিয়ে আসে। তখন উত্তেজিত হয়ে লোকজন হাইওয়ে পুলিশকে ধাওয়া করে।’

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাইনুল ইসলাম ভুইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মহাসড়কের নিয়মিত ডিউটি করার সময় একটি অটোরিকশা আটক করা হলে এর চালক ও তাদের স্বজনরা হামলা চালিয়ে পিকআপের সামনের গ্লাসটি ভেঙ্গে ফেলে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ‘হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা হয়েছে এই বিষয়টি জানা নেই। তবে হাইওয়ে পুলিশ একটি সিএনজি আটক করেছিল।’