মাধবপুরে ইউপি মেম্বারের নেতৃত্বে কৃষকের জমি দখলের চেষ্টা!

কৃষক জজ মিয়া

হবিগঞ্জের মাধবপুরে জমির চিন্তায় স্ট্রোক করে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক কৃষক।

রবিবার (৫ নভেম্বর) কৃষক জজ মিয়া স্ট্রোক করলে পরিবারের লোকজন দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করে।

জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে মোঃ জজ মিয়া পেশায় একজন কৃষক। হাড়িয়া গ্রামে তার একটি কৃষি জমি রয়েছে। ওই কৃষি জমিতে ৪ মাস পূর্বে কিছু আম গাছের চারা রোপন করেন জজ মিয়া। জায়গাটি নিজের করে নিতে দীর্ঘদিন যাবত চেষ্টা করছে মীরনগর গ্রামের মৃত লোদন মিয়ার উরফে ডোগা মিয়ার ছেলে ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান। কয়েকবার জমিটি বিক্রি করার জন্য প্রস্তাব পাঠানো হয় কৃষক জজ মিয়াকে।

তবে জজ মিয়া মিজানুর রহমানের প্রস্তাবে রাজি হননি। গত ৩১ অক্টোবর সকালে কৃষক জজ মিয়া তার জমিতে গিয়ে দেখেন তার চারা গাছ গুলো ভেঙ্গে ফেলা হয়েছে এবং মাটি ফেলে তার জমির এক পাশ ভরাট করা হয়েছে।

এই ঘটনায় কৃষক জজ মিয়া ৩১ অক্টোবর মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার ও মাধবপুর থানায় পৃথক ২ টি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন রাতের আধারে মিজানুর রহমান ও তার লোকজন তার চারা গাছ গুলো নষ্ট করেছে এবং মাটি দিয়ে জমি ভরাট করতে চেয়েছে।

গত ৫ নভেম্বর কৃষক জজ মিয়া তার জমিটি দেখার জন্য জমির পাশে গেলে মিজানুর রহমান ও তার লোকজন সেখানে গিয়ে জজ মিয়াকে ভয় ভীতি দেখালে জজ মিয়া ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে। দ্রুত কৃষক জজ মিয়ার স্বজনরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে জানতে পারেন তিনি স্ট্রোক করেছেন। বর্তমানে জজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ব্যাপারে ইউপি সদস্য মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, এমনকি ক্ষুদে বার্তা পাঠালেও কোন সাড়া পাওয়া যায় নি।