মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদমিনারে তাঁর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সহসভাপতি আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, নাজনীন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ শমসের জামাল ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য শফিউল আলম জুয়েল, রুবেল আহমদ প্রমুখ।