মাতৃভাষা দিবসে বাসদ সিলেট জেলার শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল সহকারে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, রত্না বসাক, মামুন বেপারি, মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর শহীদ মিয়া, বেলাল আহমদ, মিন্টু যাদব, নুরুল আমিন, আনোয়ার হোসেন কুটি, সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট এর সহ-সভাপতি রফিকুল ইসলাম, চা শ্রমিক ফেডারেশনের প্রজাপতি দাশ, চালক সংগ্রাম পরিষদ এর নুরুল ইসলাম, সেলিম আহমদ, আনোয়ার হোসেন, আকবর আলি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মা ও মহানগর সদস্য নিলয় শর্মা,ঋত্বিক রোশন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের এসডি আদি, অর্চিতা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনার অন্যতম শর্ত ছিল মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু আজ জবরদস্তিমূলক শাসন মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সঙ্কোচিত করছে।

বক্তারা মহান মাতৃভাষা দিবসের চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক-শোষণমুক্ত-গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।