সুনামগঞ্জের নব গঠিত উপজেলা মধ্যনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ইউএনও হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান খানকে মধ্যনগরের ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
এর আগে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার এক অফিস আদেশে এ উপজেলায় সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বাপ্পী সরকার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে উজ্জ্বল হোসেনকে পদায়ন করা হয়। এসব খবরে মধ্যনগরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন।
ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে মধ্যনগর থানার ৪টি ইউনিয়নের মানুষকে দূরত্বজনিত কারণে চিকিৎসা, প্রশাসনিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ফলে মধ্যনগর থানাকে দীর্ঘ বছর ধরে উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়ে আসছিলেন এ অঞ্চলের মানুষ। ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পূণর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ৮৬তম বৈঠকে মধ্যনগর থানাকে উপজেলা ঘোষণা করা হলেও পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নিকার ৮৮তম সভায় এ সিদ্ধান্তটি বাতিল করা হয়। তবুও হাল না ছাড়েনি মধ্যনগরবাসী। তারা উপজেলা বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখে। যার ধারাবাহিকতায় গত বছরের ২৬ জুলাই নিকারের ১১৭ তম সভায় মধ্যনগরকে উপজেলায় উন্নতিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ বলেন, ‘আমরা কখনই আশাহত হইনি। আমরা ধৈর্য ধরেছি। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘প্রধানমন্ত্রীর একান্ত অনুগ্রহে ম্যনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি বাস্তবায়িত হয়েছে। এতে মধ্যনগরবাসী দীর্ঘ বছরের দুর্ভোগ থেকে মুক্তি পেল।’