মধ্যনগরে স্রোতের টানে ভাই নিখোঁজ, বোনকে জীবিত উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ভাঙা রাস্তার পানি পার হওয়ার সময় প্রবল স্রোতের টান ভাই-বোনকে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা বোনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে ভাই।

বৃহস্পতিবার (ঈদের দিন) দুপুর ১টায় উপজেলার চামরদানি গ্রামের বাংলাবাজার সড়কে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু নাইম নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার অতিথপুর গ্রামের রেহান মিয়ার ছেলে।

শিশুটির খালু ময়না মিয়া জানান, বুধবার নাইম তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। ঈদের দিন দুপুরে নাইম ও তার বোন নাদিয়া (১৩) নানাবাড়ি থেকে খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে একটি কালভার্ট পার হতে হয়। সেখানকার অ্যাপ্রোচ সড়কের একটি অংশ ভাঙা। সেখান দিয়ে পানি বইছে। সেই পানি পার হতে গিয়ে কোনোভাবে পড়ে স্রোতের টানে দুই শিশুই ভেসে যায়।

ময়না মিয়া আরও বলেন, ‘নাদিয়ার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করতে পারলেও নাইম নিখোঁজ হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও আমরা নাইমকে উদ্ধার করতে পারিনি।’

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘স্থানীয়রা দেশি জাল নিয়ে হাওরে শিশুটিকে অনেক খোঁজছেন, তবুও খোঁজ পাওয়া যায়নি।’