ভারতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ১৫ জনের

ভারতের উত্তরাখণ্ডের একটি সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, তিনজন নিরাপত্তারক্ষী রয়েছেন।

আজ বুধবার (১৯ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণের কারণে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। যে সেতুতে ১৫ জন প্রাণ হারিয়েছেন সেটি উত্তরাখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত। সেতুটি নমামি গেং বাঁধ প্রজেক্টের অংশ ছিল।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই সেতুটি একটি বাঁধের ওপর ছিল। সেটির পাশের রেলিংটি বিদ্যুতায়িত হয়েছিল। সেখানকার প্রজেক্টের কেয়াটেকার গণেশ লাল প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর যারা নিহত হন তারা সবাই ওই রেলিং স্পর্শ করেছিলেন।

রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ১৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। যার মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। এ দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু হয়েছে।

সিলেট ভয়েস/এএইচএম