ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না : দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি

গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে রাষ্ট্রক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষিণ সুরমায় কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ।

বুধবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যম পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ কেন্দ্রীয় এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ ইতোমধ্যে এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। কারও ব্যক্তিগত অপকর্মের দায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কোন ভাবেই নেবে না।’

তারা বলেন, ‘দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যে কোন পর্যায়ের নেতাকর্মীদের নামে কোন অপকর্ম বা অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। কোন স্বার্থান্বেষী মহল বা ষড়যন্ত্রকারীরা দলের সুনাম যাতে ক্ষুন্ন করতে না পারে সে জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সর্তক থাকার আহবান জানাই।’

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘সাধারণ জনগণের প্রতি আহবান জানাচ্ছি যে, উপজেলার অভ্যন্তরে যে কেউ আইন বহির্ভূত কিছু করলে উপযুক্ত তথ্যপ্রমাণ সহ যোগাযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।’