বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা চতুর্থ

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা চতুর্থ স্থানে অবস্থান করছে। আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৯ নিয়ে ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান একিউআই বলছে, এ তালিকায় দুবাইয়ের পর ইন্দোনেশিয়ার জাকার্তার অবস্থান (স্কোর ১৩৭)। ১৩৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল চীনের উহান। এরপরই ঢাকার অবস্থান।

অপর দিকে সকাল ৯টায় নির্মল বায়ুর শহরের তালিকায় ৪ স্কোর নিয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও নরওয়ের অসলো। সমান ১২ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি, অস্ট্রেলিয়ার সিডনি ও যুক্তরাজ্যের বার্মিংহাম ছিল দ্বিতীয় স্থানে। তিনে ছিল যুক্তরাজ্যের লন্ডন ১৪ স্কোর।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

সিলেট ভয়েস/এএইচএম