
গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা মহসিন মন্টু বলেছেন, এ সরকার অন্ধকারের সরকার। এ সরকারের পক্ষ থেকে জনগণ কোন সহযোগীতা পাচ্ছে না। আগামিতে জনগণের সরকার গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।
শনিবার (২৭ আগস্ট) বিকালে বিশ্বনাথে একটি কমিউনিটি সেন্টারে গণফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা মহসিন মন্টু এসব কথা বলেন।
এসময় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, দশ হাজার টাকার ব্রিজ ৪০ হাজার টাকায় তৈরী করে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। দেশে দলীয় ও সরকারি কর্মকর্তারা সবাই দুর্নীতি করে জনগণের টাকা লুটে খাচ্ছে।
বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক তরিকুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আফরাফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি মন্ডলির সদস্য এডভোকেট মহসিন রশিদ, এডভোকেট আনসার খান, সদস্য ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাশ।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা গণফোরাম কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান প্রমুখসহ নেতৃবৃন্দ।