বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থায় গোপনে সিন্ডিকেট করে কমিটি গঠনের পায়তারা বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার সদরের এক পার্টি সেন্টারে ‘ক্রীড়া সংস্থায় ক্রীড়াঙ্গণের মানুষ চাই’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা ওই দাবি জানান।
সভায় বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন, বিভিন্ন একাডেমী, বিভিন্ন পেশার লোকজন ছাড়া বিপুল সংখ্যক ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আরো বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। আর এতে আমাদের ছাত্র-জনতা সফলতা লাভ করে। যার কারণে মানুষের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। কিন্তু বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনের জন্য একটি মহল সিন্টিকেট করতে চাচ্ছে।
তারা বলেন, এমন অবস্থায় বিশ্বনাথের ক্রীড়াঙ্গণের সাথে সম্পৃক্ত লোকদের সাথে পরামর্শ না করে ক্রীড়া সংস্থার কমিটি গঠন করলে, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগীদের প্রয়োজনে রাজপথে নামার হুশিয়ারি উচ্চরণ করেন।
সভায় সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারকে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থায় অন্তর্ভুক্ত করার জন্য লিখিতভাবে ৪২টি ক্রীড়া সংগঠন দাবি জানিয়েছে।
ধারাভাষ্যকার মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত থাকেন ক্রীড়া সংগঠক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি ফখরুল আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি সাঈদ আহমদ, কাবাডি কোচ নজরুল ইসলাম, পুষ্প সৌরভ সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মুন্না, ক্রীড়ানুরাগী বদরুল ইসলাম মহসিন, মোস্তাক আহমদ মোস্তফা, ফুলকুঁড়ি সংঘর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির।
এছাড়াও উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর আহমদ, রামপাশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিছবাউল হক, দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আনহার খান, পৌর ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দবির আহমদ, উপজেলা ক্যারম এসোসিয়েশনের সদস্য মাহফুজুর রহমান ইমন।