দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিনের পিতা প্রবীণ ব্যক্তিত্ব ও সাবেক ইমাম মোহাম্মদ রজব আলী আর নেই।
মঙ্গলবার (২০ মে) সকাল পৌনে ১১টায় তার নিজ বাড়ি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের রাজ মোহাম্মদপুর (রাজাপুর) গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি…রাজিউন)। ওইদিন বাদ আছর জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন থেকে তিনি ক্যান্সার রোগে ভোগছিলেন।
মোহাম্মদ রজব আলী দীর্ঘ ৪০ বছর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শংকরপুর জামে মসজিদের ইমাম ছিলেন।
এদিকে সাংবাদিক সালামের পিতার মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল) এবং সাধারণ-সম্পাদক নবীন সোহেলসহ (শুভ প্রতিদিন) প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশকারি অন্যরা হচ্ছেন, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ ও প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী, সাবেক সভাপতি আব্দুল আহাদ ও খালেদ মাসুদ রনি, বর্তমান সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব) প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), কার্যনির্বাহী সদস্য আশিক আলী (যুগান্তর), শুকরান আহমদ রানা (সকালের সময়) এবং বদরুল ইসলাম মহসিন (সিলেট ভয়েস)।