এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে দেশ ও প্রবাসিদের আর্থিক সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, ত্রাণ ও আর্থিক সহযোগিতার ধারাবাহিকতায় ৫ম ধাপে বিশ্বনাথে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
বুধবার (২০ জুলাই) বিশ্বনাথের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানিবন্দি শতাধিক পরিবারকে চিকিৎিসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মাহতাব আহমদ লস্কর ও নার্স দিপালী দাস।
এ সময় উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিরিন আক্তার, মাহতাব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ডা. মাহতাব আহমদ লস্কর জানান, বিশ্বনাথের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক পরিবারের শিশুসহ বড়দের জ্বর, ডায়রিয়া এবং পানিবাহিত নানা রোগের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সিলেট ও সুনামগঞ্জে বন্যার শুরু থেকে বন্যার্তদের সহযোগিতা করা হচ্ছে। ইতিপূর্বে সিলেট ও সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান, শুকনো খাবার বিতরণসহ নানা ধরণের সহযোগিতা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ও সুনামগঞ্জের প্রত্যেক উপজেলার ইউনিয়নগুলোতে গুরুত্ব বুঝে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন আজীবন সদস্য নুরুল ইসলাম সুহেল, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার। এ ছাড়া সিলেট সদর উপজেলার শিবের বাজার এলাকায় ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।