বিশ্বনাথে মেয়র প্রার্থী জালাল উদ্দিন বিএনপি থেকে বহিস্কার

বিশ্বনাথ প্রথম পৌরসভা নির্বাচন করতে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে নিজে পদত্যাগ করেও রেহাই পাননি স্বতন্ত্র মেয়র প্রার্থী জালাল উদ্দিন। অবশেষে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিতভাবে তাকে বহিস্কারের কথা জানানো হয়। ওই প্যাডে আরও বলা হয়, বিএনপির প্রথমিক সদস্য পদসহ তাকে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

নিজ দল বিএনপি নির্বাচনে না আসলেও তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, খালি মাঠে গোল হতে দেবো না। হ্যাঙ্গার মানেই ধান। এর আগে বহিস্কৃত এই নেতা দল থেকে নিজেই পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি ১০ অক্টোবর হ্যাঙ্গার প্রতীক পাওয়ার পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেও অনেকটা আলোচনায় আসেন।