বিশ্বনাথে বিদেশ ফেরতদের নিয়ে ব্র্যাকের কর্মশালা

সিলেটের বিশ্বনাথে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরণ’ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ই ফেব্রুয়ারী) বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন পরিষদ হল রুমে এমআরএসসি সিলেটের আয়োজনে প্রত্যাশা-২ এর প্রথম ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন। এসময় ইউনিয়ন চেয়ারম্যান বলেন, বিশ্বনাথ ততা রামপাশা ইউনিয়নে প্রবাসীদের কল্যাণে কাজ করছে ব্র্যাক, তাদের সাধুবাদ জানাই। আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদেশ যাওয়ার ব্যাপারে সকল প্রবাসীকে পরামর্শ দেওয়া হবে, তারা যেন সরকারি সকল প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে যায়।

এসময় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সচিব নারায়ন দেবনাথ, মানবাধীকার কর্মী মোঃ আব্দুল হামিদ, বিশনাথ মডেল প্রেসক্লাব এর কর্যকরী সদস্য বদরুল ইসলাম মহসিন, সংরক্ষিত ইউপি সদস্য পারুল বেগম, আয়াজ আলী, নুর মিয়া, জামাল আহমদ, আংগুরা বেগম, সমাজ সেবক তাজুল ইসলাম, বিদেশ ফেরত লতিফুর রহমান, আবু সাহিদ, সাবেক ইউপি সদস্য ও বিদেশ ফেরত সুমন আহমদ।

কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাশা-২ প্রজেক্ট নিয়ে আলোচনা করেন, ব্র্যাকের সেক্টর স্পেশিয়ালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেসন কর্মকর্তা লশকর মোনাওয়ার আবিদ, প্রোগ্রাম অর্গানাইজার আনহার আলী।