সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মিজ্ সুনন্দা রায় বলেছেন, বিশ্বনাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে যারা বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান। পাশাপাশি সড়কের পাশে বালু পাথর না রাখার নির্দেশনাও দেন তিনি। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক্সে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
এরআগে উপজেলা ও পৌরসভায় বিভিন্ন সংকট, সমস্যা, সমস্যার সমাধান ও সম্ভাবনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সাংবাদিকরা।
এসময় ইউএনও বলেন, গত দুইদিন থেকে নিয়মিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি করা হচ্ছে। এ অভিযান নিয়মিতভাবে চলবে। তবে, বাজার নিয়ন্ত্রনে উপজেলাবাসি ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ভোক্তারা যদি বাজারে গিয়ে পন্য কেনার আগে পন্য তালিকা দেখতে না পান তাহলে ব্যবসায়ীদের জিজ্ঞেস করেন বা প্রতিবাদ করেন। আর ব্যবসায়ীরা সিন্ডিকেট করলে আপনারা ভোক্তারা মিলে জনমত গঠন করেন। দেখবেন আর কেউ সিন্ডিকেট করতে সাহস পাবেনা। ইউএনও আরও বলেন, উপজেলায় সকল দপ্তরের সকল সেবা সহজীকরণ ও নির্বাচন অফিসে প্রবাসীদের জন্য এনআইডি করতে সহজ করা হবে। তিনি বলেন, উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের সংকট রয়েছে। তার পাশাপাশি উপজেলা ও পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় অফিসারদেরকে সেই দায়িত্ব পালন করতে হচ্ছে। তাই সেবা প্রত্যাশীদের কাঙ্খিত সেবা পেতে এখন কিছুটা বিলম্ব হচ্ছে। এটা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
তিনি আরও বলেন, সর্বক্ষেত্রে শৃঙ্খলা আনতে ও যানজটমুক্ত শহর উপহার দিতে সকল অবৈধ্য স্থাপনা উচ্ছেদে মাইকিং করছে পৌর প্রশাসন। কিন্তু দুঃখের বিষয় জনস্বার্থের এই কাজটিতে সহযোগিতা না করে বিভিন্নজন ফোন দিয়ে কেন মাইকিং করা হচ্ছে তা জানতে চাচ্ছেন। এতে করে দখলদাররা সাহস পাচ্ছে। এজন্য সকল অবৈধ্য স্থাপনা উচ্ছেদে উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সুশিল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রকে গতিময় করতে, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রসহ নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং উপজেলাকে সুশৃঙ্খল, শান্তির ও নিরাপদ একটি জনপদ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গির আলম খায়ের, আশিক আলী, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারন সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারন সম্পাদক আব্বাস হোসেন ইমরান।