সিলেটের বিশ্বনাথ থেকে উদ্ধার একটি মেছো বিড়াল বন বিভাগের কাছে হস্তান্তর করেছে সিলেট জেলা পুলিশ।
সোমবার (০৬ নভেম্বর) সাকলে বিশ্বনাথ পৌরসভাস্থ সুড়িরখাল গ্রামের স্থানীয় জনগন মেছো বিড়ালটি আটক করে বলে জানায় পুলিশ।
পরে খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মেছো বিড়ালটিকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে উদ্ধারকৃত মেছো বিড়ালটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগের পক্ষে বিরেশ চন্দ্র কর এটি গ্রহণ করেন। এটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সিলেট জেলা পুলিশের তৎপরতায় গোয়াইনঘাটে উদ্ধার হওয়া বিশাল আকৃতির একটি অজগর সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং সেটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।