অক্টোবর-নভেম্বরে ভারতে বসছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসর। এ উপলক্ষে এখন বিশ্বকাপের ট্রফি আছে বিশ্বভ্রমণে। সেই অনুসারে এবার বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশেও। থাকবে তিন দিন। শেষদিন সাধারণ দশর্কদেরও একনজর ট্রফি দেখার সুযোগ করে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির বিজ্ঞপ্তি অনুসারে, রোববার মধ্যরাতেই ঢাকায় এসেছে বিশ্বকাপ শিরোপা। এরপর আজ ৭ আগস্ট প্রথম দিন বিশ্বকাপ শিরোপা যাবে পদ্মা বহুমুখী সেতুতে। দেশের বিশেষ এই স্থাপনার মাওয়া প্রান্তে দুপুর তিনটায় হবে আনুষ্ঠানিক ফটোসেশন। এ দিনের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে এটুকুতে।
পরদিন ৮ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে ট্রফি। সেখানে জাতীয় পুরুষ ক্রিকেট দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের শিরোপার সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে।
এরপর শেষের দিন অর্থাত ৯ আগস্ট ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপ ট্রফি। এ সময় একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ছবি তুলতে পারবেন। ভক্তরা এ ছবি তুলতে পারবেন একদম বিনামূল্যে, কারণ এ জন্য কোনো টিকিট লাগবে না তাদের।
এবারের বিশ্বকাপ শিরোপার ভ্রমণ শুরু হয়েছে মহাকাশে। এবারই প্রথমবারের মতো কোনো শিরোপা পৃথিবীর বাইরে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় ভেসে বেড়িয়েছে। পরে সেই ছবি দেখেই হইচই পড়ে গিয়েছিল বিশ্বে। এরপর শুরু হয়েছে ১৮ দেশে ভ্রমণ। গেল ২৭ জুলাই ভারত দিয়ে শুরু হয়েছে শিরোপার বিশ্ব ভ্রমণ।
সিলেট ভয়েস/এএইচএম