
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারীর জ্ঞান ফিরেছে, তবে সে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে জানিয়েছেন র্যাব ৯ এর কমান্ডিং অফিসার আলী হায়দার মোহাম্মদ আজাদ।
তিনি জানান, তার জ্ঞান ফিরেছে এবং সে কথাবার্তা বলছে, তবে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তা নাম একবার বলেছে শফিকুর রহমান, আরেকবার ফয়জুর রহমান।
রবিবার (৪ মার্চ) রাত ১টার দিকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান র্যাব ৯ এর কমান্ডিং অফিসার।
তিনি বলেন, শাবি ক্যাম্পাস থেকে এখানে এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, এখন তাকে নিয়ে জালালাবাদ সেনানিবাসের কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
র্যাব কমান্ডার আরো জানান, জিজ্ঞাসাবাদে সে বলেছে তার সাথে আর কেউ ছিল না। সে জাফর ইকবালকে ইসলামের শত্রু মনে করে হামলা করেছে। নিজেকে আলিয়া মাদ্রাসার ছাত্র বললেও তার সত্যতা পাওয়া যায়নি বলেও জানান আলী হায়দার আজাদ।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা নিশ্চিত না, জঙ্গি গোষ্ঠী না একা, তবে সে শাবির ছাত্র নয়। অনুসন্ধান চলছে, বিস্তারিত পরে জানানো হবে।