বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফটে বুধবার (২৩ নভেম্বর) দুই রাউন্ড শেষে নবম আসরের ৭ দল তাদের স্কোয়াডে যোগ করেছে চারজন করে খেলোয়াড়। নাজমুল হোসেন শান্তকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এছাড়া এই দলটির হয়ে খেলবেন মুশফিকুর রহিম।
ড্রাফট থেকে জাতীয় দলের আরেক ক্রিকেটার ইয়াসির রাব্বিকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। গেলবারের চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুলের ঠিকানা সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সৌম্য সরকারকে দলে টেনেছে ঢাকা ডমিনেটরস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল আগেই। পর্দা উঠবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। এর আগে আজ বুধবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর অভিজাত এক হোটেলে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় এই ড্রাফট কার্যক্রম।
দুই রাউন্ড শেষে কে কোথায়-
খুলনা টাইগার্স- মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস
ঢাকা ডমিনেটরস-মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি
ফরচুন বরিশাল- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়
রংপুর রাইডার্স- শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান (জুনিয়র)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী রানা, ইরফান শুক্কুর
সিলেট স্ট্রাইকার্স- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ।