বিপাকে বরগুনার জেলেরা

বরফ সংকটের কারণে বিপাকে পড়েছেন বরগুনার অধিকাংশ জেলেরা। শুক্রবার রাত ১২টায় শেষ হচ্ছে ইলিশ শিকারের ওপর টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা।

দীর্ঘদিন পর মাছ শিকারে বঙ্গোপসাগরে যাওয়ার জন্য জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন ঘাটে প্রস্তুতি নিচ্ছিল জেলেরা। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলেও বরফ সংকটে তাদের সাগরে মাছ ধরতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কয়েকদিন বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন ব্যাহত হওয়াই এর কারণ।

সিত্রাংয়ের প্রভাবে গত ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বরগুনায় বিদ্যুৎ ছিল না। ২৬ অক্টোবর ছিল লোডশেডিং। ফলে গত বৃহস্পতিবার থেকে বরফকলগুলো চালু হয়েছে। বরফ তৈরি হতে ২-৩ দিন সময় লাগে।

একাধিক জেলে জানান, নিষেধাজ্ঞার কারণে বছরের অর্ধেক সময় মাছ ধরা বন্ধ থাকে। বাকি অর্ধেক সময় থাকে দুযোর্গ। বর্তমানে চলছে বরফ সংকট। নিষেধাজ্ঞা শেষ হলেও শনিবার তাদের সাগরে যাওয়া হচ্ছে না।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আজ রাতে জেলেদের সাগরে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুৎ ছিল না গোটা এলাকায়। তাই বরফের হাহাকার লেগে গেছে।