হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি ২০২২-২৩ মৌসুমে বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তা প্রদান পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব শীতকালীন বীজ বিতরণ করা হয়।
এতে লাল শাক, পালং শাক, টমেটো, বেগুন ও লাউ জাতের বীজ উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৪৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে এই বীজ বিতরণ করা হয়েছে। প্রান্তিক পর্যায়ে কৃষক কৃষাণীদের স্বাবলম্বী ও উৎসাহিত করার লক্ষে সরকার সার্বিকভাবে এই বীজ বিতরণ সহযোগিতা করছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজিব হোসেন বলেন, ‘আমরা সার্বক্ষণিক মাঠপর্যায়ে কৃষক-কৃষাণীদের উদ্বুদ্ধ করতে সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছি। যাতে অনাবাদি জমি পড়ে না থাকে। সরকারিভাবে বিনামূল্যে আগাম শীতকালীন বীজ সহায়তা সহ উপ সহকারী কর্মকর্তাগণের সহযোগিতায় তদারকি চলমান রাখা হচ্ছে।’