
রাজধানীর সাভারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই ভাই। শুক্রবার (৬ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুজাত (২৫) ও শফিক আহমেদ (২৬)।
জানা যায়, সকালে মোটরসাইকেলে করে সাভার যাচ্ছিলেন দুই ভাই সুজাত ও শফিক। পথে আমিনবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে সাভারগামী একটি বাস ও একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান। তখন তাদের চাপা দেয় ওই দুই গাড়ি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই।
সাভার মডেল থানার এসআই জামাল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।