বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাসদ জেলা আহ্বায়ক কমরেড আবু জাফর।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার এক সভায় আগামী ৩মাসের জন্য তাঁকে সংগঠনের সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ (মার্ক্সবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ ও সাধারণ সম্পাদক ডা. হরিধন দাশ প্রমুখ।
সভায় গত ৭ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের উল্লেখ করে নির্বাচন বর্জন করার জন্য জনগণের প্রতি অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ভোট বর্জনের গণরায় মেনে সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। নেতৃবৃন্দ গণতন্ত্র, ভোট-ভাতের অধিকার রক্ষা ও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।