সিলেটের জকিগঞ্জে বাবা ও ভাইয়ের সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রেদওয়ান আহমদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার আটগ্রামের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেদওয়ান আহমদ (১২) উপজেলার আটগ্রাম এলাকার নোয়াগ্রামের মাসুক আলীর ছেলে। সে স্থানীয় সিঙ্গাইর কুড়ি আলিয়া মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য কাজী মো. টুনু মিয়া বলেন, শুক্রবার সকালে স্থানীয় একটি হাওরে বাবা ও বড় ভাইয়ের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল রেদওয়ান। জুমার নামাজের সময় দুই ভাইকে হাওরে রেখে বাড়িতে ফিরছিলেন বাবা মাসুক আলী। এমন সময় বজ্রাঘাতে আহত হয় রেদওয়ান। এসময় তার সঙ্গে থাকা বড় ভাই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। বড় ছেলের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে যান রেদওয়ানের বাবা। এসময় রেদওয়ানকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় আর কেউ আহত হননি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।