হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাসের সঞ্চালণায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ১১নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সমবায় কর্মকর্তা মো. ইকবাল মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ দেব ও ফায়ার স্টেশন ইনচার্জ মো. ফয়েজ আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শেখ মো. নুরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা পরিষদ মাঠে ফায়ার স্টেশন সার্ভিসের মাধ্যমে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, ‘দুর্যোগ সাধারণত ২ প্রকার। এক মানবসৃষ্ট এবং দুই প্রাকৃতিক দুর্যোগ। আজ ২টি দুর্যোগই একাকার হয়ে গেছে। আজ বিশ্বে একে অপরের শক্তির মহড়া দেখাতে গিয়েও মানবসৃষ্ট দুর্যোগে পতিত হচ্ছি আমরা। এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অন্যথায় আরও বড় ধরণের দুর্যোগের মুখোমুখি হবে বিশ্ব। যা ধ্বংস অনিবার্য।’