বানিয়াচং-হবিগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে মজিদ খান এমপি

বানিয়াচং-হবিগঞ্জ সড়ক পুন:সংস্কার কাজের পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় সড়ক সংস্কার কাজের পরিদর্শন করেছেন তিনি।

এমপি মজিদ খান সড়ক পরিদর্শনকালে কাজের গুণগত মান ও শিডিউল অনুযায়ী ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ সম্পাদনের তাগিদ দেন। এ ছাড়া ১৮ কি:মি: সড়কের মধ্যে ৩ কি:মি: পাকা গার্ড ওয়াল নির্মাণ ও সম্পূর্ণ সংস্কার, যথাযথভাবে বিটুমিনসহ দেড় ইঞ্চি কার্পেটিং করা হবে। এই কাজে ব্যয় হবে ২২ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকা।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও)’র কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল।

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, ১৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া ও উপসহকারি প্রকৌশলী মোঃ দুলাল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, বানিয়াচং থেকে হবিগঞ্জের সড়কটি আগামী চার বছরের মধ্যে চৌত্রিশ ফুট প্রসস্থ হয়ে মহাসড়কে পরিণত হবে। বিধায় সড়কের পাশে থাকা মালিকানা ভূমিতে বাসা বা বাড়িঘর তৈরি করতে সতর্কতা অবলম্বন করার আহবান জানান এমপি আব্দুল মজিদ খান।