বানিয়াচংয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

বানিয়াচংয়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ বাস্তবায়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

এসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামছুল হক, পল্লীবিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মাসুদ, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একে এম হাদী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ দেব, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, তথ্য আপা নুপুর দেব, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সঞ্চিত কুমার দাস প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সিগারেট হচ্ছে মাদকের প্রবেশ পথ। যারা বিভিন্ন প্রকারের মাদকে আসক্ত হচ্ছে তারা সবাই প্রথমে সিগারেটে আসক্ত হয়েছিল। মাদকের ভয়াবহ ক্ষতি থেকে বাঁচতে বাংলাদেশ সরকার নানান আইন ও উদ্যোগ নিয়েছেন।