”স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।
বুধবার (০১ নভেম্বর) সকাল ১০টায় সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালী শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মহিউদ্দিন আঘা খানের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু হানিফ প্রমূখ।
এছাড়াও বক্তব্য রাখেন, এস ডি এম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত বৈষ্ণব, রাহ সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ ছাদেকুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সিলেট ইউনিটির নুরুল ইসলাম, ফ্রিলেন্সার গোলাম রাব্বানী।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ রেজাউন উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০৪০ সালে স্মার্ট বাংলাদেশ হিসেবে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক, জুয়াসহ কোন অপরাধ কর্মকান্ড যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়া হয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত করে বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদম্য কাজ করে যাচ্ছেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।