‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র্যালি ও ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসের সঞ্চালণায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০০ অসহায় পরিবারকে ২ বান ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা মো. মঞ্জিল মিয়া, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. ছায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জ্বল মিয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. রোবেল মিয়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।