চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ডিএলএস পদ্ধতিতে ৮ রানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ জিতলে কপাল খুলত অস্ট্রেলিয়ার, কিন্তু তা আর হল না৷ মাঝপথে দাপুটে জয় নিয়ে ইতিহাস রচনা করল আফগানরা।
এর আগে প্রথম ইনিংসে বল হাতে আফগানিস্তানকে ১১৫ রানে রুখে দেয় বাংলাদেশি বোলাররা। সেমিফাইনালে যেতে বাংলাদেশের করতে হতো ১২.১ ওভারে ১১৬ রান। কিন্তু বাংলাদেশ ১৭ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে তুলতে পারে ১০৫ রান। তাতে প্রথমবারের মতো সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে রশিদ খানের দল।
ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেছে আফগানিস্তান। আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিদায়। তাদের হারে সেমিফাইনালের আগেই ছিটকে গেল অস্ট্রেলিয়াও।
আগামী ২৭ জুন ভোরে প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১১৫/৫ (গুরবাজ ৪৩, জাদরান ১৮, ওমারজাই ১০, নাইব ৪, নাবি ১, জানাত ৭*, রাশিদ ১৯*; তানজিম ৪-০-৩৬-০, তাসকিন ৪-১-১২-১, সাকিব ৪-০-১৯-০, মুস্তাফিজ ৪-০-১৭-১, রিশাদ ৪-০-২৬-৩)
বাংলাদেশ: (লক্ষ্য ১৯ ওভারে ১১৪) ১৭.৫ ওভারে ১০৫ (লিটন ৫৪*, তানজিদ ০, শান্ত ৫, সাকিব ০, সৌম্য ১০, হৃদয় ১৪, মাহমুদউল্লাহ ৬, রিশাদ ০, তানজিম ৩, তাসকিন ২, মুস্তাফিজ ০; নাভিন ৪-০-, ফারুকি ৩.৫-০-২৬-৪, নাবি ২-০-১৫-০, রাশিদ ৪-০-২৩-৪, নুর ৪-০-১৩-০, নাইব ২-০-৫-১)
ফল: ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে আফগানিস্তান ৮ রানে জয়ী