সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় নারী দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন হাশান তিলকরত্নে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দুই বছরের চুক্তি করেছেন তিলকরত্নে।
বিসিবির নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় পা রাখবেন লঙ্কানদের সাবেক ক্রিকেটার তিলেকারত্নে। এরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন জ্যোতি, সালমাদের। মূলত বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফর দিয়েই প্রধান কোচের দায়িত্বে বসবেন লঙ্কান নারীদের সাবেক এই কোচ।
শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘তিলকরত্নে নভেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসবে। এরপর নিউজিল্যান্ড সফর থেকেই কাজ শুরু করবেন তিনি। তার সাথে আমরা দুই বছরের চুক্তি সম্পন্ন করেছি।’
হাশান তিলকরত্নে শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট খেলে ৪২.৮৭ গড়ে করেছেন ৪৫৪৫ রান। ২০ ফিফটির পাশাপাশি করেছেন ১১ সেঞ্চুরি।
এছাড়া ২০০ ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে করেছেন ৩৭৮৯ রান। ১৩ অর্ধশতকের পাশাপাশি রয়েছে ২ সেঞ্চুরি। ১৯৯৬ সালে লঙ্কানদের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাশান তিলকরত্নে।