সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বিশ্বকাপ ক্রিকেটে যেমন বাংলাদেশের ছেলে-মেয়েরা খেলছে, তেমনি আগামীতে বিশ্বকাপ ফুটবলেও খেলবে। পূরণ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন। এ লক্ষ্যকে সামনে রেখেই গত ১৪-১৫ বছরে খেলাধুলার উন্নয়নে যুগান্তকারী বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ সিলেট বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, ত্রিশ লাখ শহীদের প্রত্যাশার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সোনার মানুষ দরকার। কিন্তু কেবল পাঠ্যবই পড়ে সোনার মানুষ হওয়া যাবে না। এর পাশাপাশি ক্রীড়া, সাহিত্য এবং সংস্কৃতিচর্চারও প্রয়োজন রয়েছে।
বিভাগীয় কমিশনার জানান, বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণকে সামনে রেখেই সরকারি উদ্যোগে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, ভবিষ্যতের যোগ্য নাগরিক হওয়ার জন্য পড়তে হবে, খেলতেও হবে।
এ প্রসঙ্গে তিনি নিজের লেখা স্লোগান ‘খেলার মাঠ কিছুক্ষণ-সুস্থ দেহ সুন্দর মন’ উচ্চারণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, খেলাধুলা মানুষকে আলোর পথ দেখায় এবং অন্ধকার থেকে দূরে রাখে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বাংলাদেশ যে খেলাধুলায় পিছিয়ে নেই সেটা জানান দিতেই নবীন খেলোয়াড়দের বিভিন্ন দেশে পাঠিয়ে প্রশিক্ষণ দিয়ে আনা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, আজকের শিশু-কিশোররাই একদিন বিশ্বকাপ ফুটবল আসরে বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ আশা প্রকাশ করেন, সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন দল জাতীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রেখে সিলেটবাসীর মুখ উজ্বল করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, তথ্য উপ-পরিচালক মো. সালাউদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন ও প্রবীণ ফুটবলার প্রবীর রঞ্জন দাস ভানু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব বিপুল চন্দ্র তালুকদার।