‘বহুমুখি চ্যালেঞ্জে ঠিকে থাকতে নতুন প্রজন্মকে শিক্ষিত করতে হবে’

হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ বলেছেন, ‘বিশ্ব এখন অনেক এগিয়ে গেছে। বহুমুখি চ্যালেঞ্জে ঠিকে থাকতে হলে নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আপনাদের সন্তানকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। আগামী প্রজন্ম যদি জ্ঞান-বিজ্ঞান ও বহুমুখি শিক্ষায় এগিয়ে না যায় তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। তাই প্রজন্মকে বহুমুখি শিক্ষায় শিক্ষিত করতে হবে।’ এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস পরিস্কার পরিচ্ছন্নতা রাখার প্রতি গুরুত্বারূপ করেন তিনি।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবীর বিখ্যাত গ্রাম হচ্ছে বানিয়াচং। এ অঞ্চলে মিঠা পানির সুস্বাধু মাছের ভান্ডার রয়েছে। হাওর এলাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় মাছ রপ্তানি করা হয়। দয়া করে আপনারা কোনো পোনা মাছ ধরবেন না। ক্রমাগত দেশীয় মাছ বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে বিদেশী মাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাঙালির সংস্কৃতি ধরে রাখতে আমাদেরকে উদ্যোগি হতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য ভিশন হচ্ছে সার্বজনীন পেনশন স্কীম চালু করা। এর ফলে বৃদ্ধ বা কর্মক্ষম হলে আমাদেরকে পরনির্ভশীলতা থাকবেনা। সরকার পদ্মাসেতু, মেট্রোরেলসহ অসংখ্য উন্নয়ন করার ফলে দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের প্রত্যাশা নির্বাচন কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিবেন। এ নির্বাচনকে সামনে রেখে কেউ কোনো সহিংসতার চেষ্টা করলে সহ্য করা হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানের সঞ্চালণায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক।

উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিবুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।