আজ ফাল্গুনের প্রথম দিন। বাতাসে মিষ্টি বসন্তের আমেজ। শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ফুলে ফুলে সেজে ওঠার প্রস্তুতি শুরু হয়েছে প্রকৃতিতে।
আবার একই দিনে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন। ভালোবাসা দিবস আর বসন্তের রঙ তাই মিলেমিশে এক হচ্ছে আজ ১৪ ফেব্রুয়ারি।
দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও লেগেছে এই দুই দিবসের ছোঁয়া। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক- বিভিন্নভাবে মানুষ বরণ করে নিচ্ছে বসন্তকে, উদযাপন করছে ভালোবাসা দিবস।
দিনটিকে উৎসবমুখর করে তুলতে সিলেটে নেয়া হয়েছে নানা উদ্যোগ। মূলত বিকেল থেকে শুরু হবে বসন্তবরণ আর ভালোবাসা দিবসের নানা অনুষ্ঠান।
সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে বিকেল ৩টায় শুরু হবে সিলেট জেলা শিল্পকলা একাডেমির অনুষ্ঠান। এতে সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ নানা পরিবেশনা নিয়ে হাজির হবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
অন্যদিকে, সিলেটের নৃত্য বিষয়ক সংগঠন ‘নৃত্যশৈলী’ বসন্তকে বরণ করে নেবে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায়। নগরীর কিন ব্রিজ সংলগ্ন জালালাবাদ পার্কে এ সংগঠন আয়োজন করেছে ‘ফাগুন লেগেছে শাখে শাখে’ নামের অনুষ্ঠান। এ অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।