বরুণ রায় রাজনীতির আদর্শিক প্রবাদ পুরুষ : মেয়র বিশ্বজিৎ

দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বলেছেন, কমরেড বরুণ রায় ছিলেন বাংলাদেশের ত্যাগের রাজনীতির আদর্শিক প্রবাদ পুরুষ। তাঁর মতো নির্লোভ নিরহংকার রাজনীতিবিদ বর্তমানে আমাদের সমাজে খুঁজে পাওয়া দুষ্কর। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে দেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে উনার ভূমিকা ছিল অগ্রতায়।

মেয়র বিশ্বজিৎ আরও বলেন, ‘বরুণ রায় আজীবন সমাজের অসহায় নিপিড়ীত মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তাঁর এ আদর্শীক রাজনীতি আমাদের কে আজীবন প্রেরণা যোগাবে। নতুন প্রজন্মের কাছে বরুণ রায়ের আদর্শিক ও সেবামূলক কার্যক্রমের ইতিহাস তুলে ধরতে হবে।’

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে দিরাই উপজেলা খেলাঘর আয়োজিত কমরেড প্রসূন কান্তি বরুণ রায়ের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কার্যালয়ে উপজেলা খেলাঘর আসরের সহসভাপতি লালবাসী দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, বরুণ রায় জন্মশত বার্ষিকী উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, সদস্য অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার।

বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলনের দিরাই উপজেলা সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই উপজেলা খেলাঘর সভাপতি সুধাসিন্ধু দাশ রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিষ্ণপদ দাস, সাধারণ সম্পাদক অসীম রায় চৌধুরী, উদীচী উপজেলা সভাপতি নারায়ণ দাস দাস, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর উন্নয়ন কর্মকর্তা আপ্তাব উদ্দিন।

উপস্থিত ছিলেন, বাউল সিরাজ উদ্দিন, ইউপি নারী সদস্য নিশা দাস, বিপ্লু রায়, ঝুটন সুত্রধর, রিবেন দাস, আফজাল মিয়া প্রমুখ।