টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় এখন ফ্রান্স। শিরোপা ধরে রাখতে কিলিয়ান এমবাপে-অলিভিয়ার জিরুডদের পেরোতে হবে আর এক ধাপ। রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফাইনালের আগে দুঃসংবাদ ফ্রান্সের ক্যাম্পে। ক্যামেল ভাইরাস হানা দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে। অসুস্থতার কারণে সেমিফাইনালে খেলেননি ডায়োট উপাকেমানো ও আদ্রিয়েন র্যাবিয়ট। এবার ভাইরাসটি বিস্তার লাভ করেছে কিংসলে কোম্যান, রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোন্তের শরীরেও। তাতে ফাইনালের দল সাজানো নিয়ে ভাবনায় পড়েছেন দিদিয়ের দেশম।
পাঁচজনের অসুস্থতায় কোচ দেশমের কপালে চিন্তার ভাঁজ দেখা গেলেও র্যাবিয়ট ও উপাকেমানো শনিবার পুরো অনুশীলন করে স্বস্তি ফেরান। কোম্যান, ভারানে ও কোনাতেকেও দেখা গেছে ঘাম ঝরাতে। মানে পাঁচজনই মোটামুটি সুস্থ।
তবে ফাইনালের আগে স্ট্রাইকার অলিভিয়ার জিরুডের হাঁটুর চোট সত্যিই ভাবাচ্ছে দলকে। আসরে চার গোল করে ও কিলিয়ান এমবাপেকে তার সেরাটা বের করে আনতে সহায়তা করেছেন তিনি। দেশের শীর্ষ গোলদাতাকে না পেলে শক্তিমত্তায় খানিকটা পিছিয়ে পড়া স্বাভাবিক।
ফ্রান্সের সম্ভাব্য একাদশ: উগো লরিস, জুলেস কোন্দে, রাফায়েল ভারানে, ডায়োট উপামেকানো, থিও হার্নান্দেজ, অ্যান্টনি গ্রিজম্যান, অরেলিয়েন শুয়ামেনি, আদ্রিয়েন র্যাবিয়ট, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুড, কিলিয়ান এমবাপে।