ফের অশান্ত মনিপুর, তিন কুকি যুবকের লাশ উদ্ধার

আবারও অশান্ত ভারতের মনিপুর রাজ্য। ভারতীয় প্রধানমন্ত্রীর মনিপুরে শান্তি ফেরার বার্তা দেবার দুদিন না পেরোতেই তুমুল সংঘাত শুরু হয়েছে রাজ্যের উখরুল জেলায়।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল থেকে উখরুল জেলায় তুমুল সংঘাত শুরু হয়েছে কুকি ও মেইতেইদের মধ্যে। স্থানীয় কুকি তোহাই গ্রামে তিন যুবকের ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার হয়েছে। মৃত যুবকেরা কুকি সম্প্রদায়ের। বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে। ছুরি কিংবা ধারালো অস্ত্রে ছিন্ন ভিন্ন হয়েছে এরা। অনেকের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার ভারতীয় সময় দুপুর একটা নাগাদও গ্রাম থেকে গুলির শব্দ ভেসে আসে।

এর আগে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লার উপর জাতীয় পতাকা ওড়ানোর পর নিজের বক্তব্যে বলেছিলেন, মনিপুরে শান্তি ফিরেছে।

তবে মাঝখানে চৌদ্দ দিন বিরতি দিয়ে আবারও আবার উত্তপ্ত হয়ে উঠেছে মনিপুর।