ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, সোনার বাংলায় সোনার মানুষ সৃষ্টি করতে হলে মাদকের করাল গ্রাস থেকে মুক্তির পথ আগে বের করতে হবে। ক্ষতিকারক দ্রব্য মানুষকে ধংসের চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে, তা থেকে উত্তরনের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিবেকের জায়গা থেকে কাজ করতে হবে।
এ বিষয়ে যে সব জায়গা অসঙ্গতি আছে সে সব জায়গায় কাজ শুরু করতে হবে। সব সেক্টরে এ সংক্রান্ত তৎপরতা চালিয়ে যেতে সকলের প্রতি আহবান জানান তিনি।
মঙ্গলবার (১৪ জুন) ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালায় বক্তব্যে তিনি এ কথা গুলো বলেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার মেরিনা দেবনাথের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন। কর্মশালায় ভার্চুয়াললি প্রধান অতিথি হিসাবে যোগ দেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন।
অন্যান্যদের মধ্যে মাদক প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, সাবেক অধ্যক্ষ বাবু রথিন্দ্র কুমার নাথ, প্রধান শিক্ষক মিছবাউর রহমান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক কমল পানি চৌধুরী, উপজেলা তথ্য কর্মকর্তা রোবিনা আক্তার, ইউপি সদস্য ছালেহা বেগম, জুবের আহমেদ, খালিক মিয়া।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান কাজী লেইছ চৌধুরী, চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, চেয়ারম্যান আহমেদ জিলু, চেয়ারম্যান এমরান উদ্দিন, মহিলা বিষযক কর্মকর্তা জেসমিন আক্তার, সমাজ সেবা অফিসার আবু সাঈদ, শাহজালাল সারকারখানার নিরাপত্তা অফিসার সাজিদুর রহমান, অধ্যক্ষ ফরিদ উদ্দীন আতাহার, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপার ভাইজার সীমা সরকার প্রমুখ।