প্রাথমিক শিক্ষা পদক : জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ধর্মপাশা ২নং স.প্রা.বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গত ১২ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসের যৌথ স্বাক্ষরে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে মনোনীত করা হয় এবং বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি প্রকাশ করা হয়।

ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার বলেন, দীর্ঘ বছরের প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে। এ জন্য সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।