প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন থেকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত প্রবাসীর স্ত্রী বিউটি বেগমের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা না কি আত্মহত্যা এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিউটির পরিবার ঘটনাটিকে হত্যা বলে দাবি করেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী পায়েল আহমদের স্ত্রী বিউটি বেগম নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে দড়িতে ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেন। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গৃহবধূর ৩ বছরের দু’টি জমজ সন্তান রয়েছে।

গৃহবধূর বাবা হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইস্তা মিয়া অভিযোগ করেন, বৃহস্পতিবার সকাল ৯টায় বিউটির শ্বশুরবাড়ি থেকে মোবাইলে কল দিয়ে ‘আত্মহত্যার’ খবর জানানো হয়। আমরা গিয়ে দেখি মেয়ের লাশ ফ্যানের সাথে ঝুলে আছে। তবে পা খাটের সাথে লাগানো।

তার অভিযোগ, বিউটিকে হত্যা করে এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে।

কুলাউড়া থানার এসআই আনোয়ার জানান, গৃহবধূর বাবার বাড়ি উপজেলার হাজীপুর ইউনিয়নের উত্তর পলকী গ্রামে। স্বামী ও স্বামীর পরিবারের সাথে তার বিরোধ ছিল। ইতোপূর্বে পারিবারিক বিরোধ নিয়ে সালিশ বৈঠকও হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুর আব্দুল কাইয়ুম (৬০) ও ননদ জেসিকে (২৫) থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না কি আত্মহত্যা তা জানা যাবে।