প্রত্যেকটি এলাকায় শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া : ডা. দুলাল

সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, দেশের প্রত্যেকটি এলাকায় শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রুপান্তরের যে স্বপ্ন লালন করতেন তা আজ বাস্তবে রুপ নিয়েছে। শহরের সকল সুবিধা গ্রামীণ জনপদে পৌঁছে দিয়ে তিনি বিশ্বে এক উদাহরণ সৃষ্টি করেছেন।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা গ্রামীণ জনসাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডা. দুলাল বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার সকল কার্যক্রমের উপর ভিত্তি করে আমার বিশ্বাস মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাকে নিরাশ করবেন না। একটি কথা আমি বলে দিতে চাই, আপনারা অসম্মানিত হন এমন কোন কাজ আমি করব না। এলাকার মুরব্বী ও আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকল এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সচেষ্ট থাকবো।’

মোগলাবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সানর মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল করিম হেলাল, বুরহান উদ্দিন, আনোয়ার হোসেন আনা, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল, শাকিল মাহমুদ মঈন, সাবেক ছাত্রনেতা রনি হাসান, শেখ মুমিনুল হাসান, রাসেল আহমদ চৌধুরী, ইউপি সদস্য শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা সানুর আহমদ, সিলেট ম্যাটসের পরিচালক বিমলেন্দু পাল, যুবলীগ নেতা সুয়েব আহমদ, আব্দুস সালাম, সেহান উদ্দিন সেজু, ইমাদ উদ্দিন, সাহান আহমদ, আব্দুল ওয়াহিদ, তুহিন আহমদ, এমাদ আহমদ প্রমুখ।