পাকিস্তানের সিন্ধু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮০ জনের বেশি আহত হয়েছেন।

রবিবার (৬ আগস্ট) সিন্ধু প্রদেশের নবাবশাহ জেলার সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

জিও নিউজ ও ডনের তথ্যমতে, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেস ট্রেনটি সাহারা রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটির ১০ বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির রেল ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এ দুর্ঘটনার বিষয়ে সতর্ক করা হয়েছে।

দেশটির এই মন্ত্রী আরও বলেন, প্রাথমিক তদন্তে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল বলে দেখা গেছে। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।