নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ শুরুর আগেই হানা দিয়েছে বৃষ্টি। তাতে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর হয়েছে টস। সে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর তথা বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হয় ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের পথে এক পা এগিয়ে যেতে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এবং সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটে বাজে ফর্মের কারণে কোণঠাসা হয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে শ্রীলংকাকে দুই উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ।

পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। প্রোটিয়াদের অল্প রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ৪ রানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। সে জয়ে সুপার এইটের অপেক্ষা কিছুটা প্রলম্বিত হয়েছে।

ডাচদের বিপক্ষে আজ বাংলাদেশ খেলছে কিংসটাউনের আরনস ভেল স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে গত ১০ বছর কোনো খেলা হয়নি। সবশেষ বাংলাদেশই এই মাঠে ২০১৪ সালে টেস্ট খেলেছিল। এক দশক পর আবার বাংলাদেশের ম্যাচ দিয়েই ক্রিকেট ফিরছে সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডাইন্সের এই মাঠে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ শুরুর আগেই হানা দিয়েছে বৃষ্টি। তাতে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর হয়েছে টস। সে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর তথা বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হয় ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের পথে এক পা এগিয়ে যেতে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এবং সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটে বাজে ফর্মের কারণে কোণঠাসা হয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে শ্রীলংকাকে দুই উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ।

পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। প্রোটিয়াদের অল্প রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ৪ রানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। সে জয়ে সুপার এইটের অপেক্ষা কিছুটা প্রলম্বিত হয়েছে।

ডাচদের বিপক্ষে আজ বাংলাদেশ খেলছে কিংসটাউনের আরনস ভেল স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে গত ১০ বছর কোনো খেলা হয়নি। সবশেষ বাংলাদেশই এই মাঠে ২০১৪ সালে টেস্ট খেলেছিল। এক দশক পর আবার বাংলাদেশের ম্যাচ দিয়েই ক্রিকেট ফিরছে সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডাইন্সের এই মাঠে।