বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে ফুরফুরে মেজাজে থাকার উপায় ছিল না সেলেসাওদের। এই ম্যাচেই ব্রাজিল শিবির থেকে বেরিয়ে আসা বড় খবরটি হলো, ম্যাচের শেষ পর্যায়ে গোড়ালির লিগামেন্টে চোট পেয়ে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো মিস করবেন নেইমার।
কাতারের ৯৭৪ স্টেডিয়ামে সোমবার (২৮ নভেম্বর) বিশ্বকাপের গ্রুপ জি-এর নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।
সার্বিয়াকে হারিয়ে পাঁচবারের বিশ্বকাপ বিজয়ীরা টানা অষ্টম জয় তুলে নিয়েছে। ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে তারা অপরাজিত রয়েছে। এই আট জয়ে তারা ২৮টি গোল পেয়েছে।
ব্রাজিল সুইসদের বিপক্ষে নামবে তাদের দলের অন্যতম সদস্য নেইমারকে ছাড়াই। পিএসজি তারকার অনুপস্থিতি ফ্রেডকে আসার সুযোগ দিতে পারে। একই ম্যাচে রাইট-ব্যাক দানিলোও একই রকম চোটের কারণে গ্রুপ পর্বের বাকি অংশ মিস করবেন। সম্ভাব্যভাবে দানি আলভেসের মাঠে নামার পথ খুলে যেতে পারে। রিয়াল মাদ্রিদের এডার মিলিটারও ডিফেন্সে আসার সম্ভাবনা আছে।
নেইমারকে ছাড়া ব্রাজিলের অতীত অভিজ্ঞতা সুখের নয়। ২০১৪ সালের বিশ্বকাপ বাজে কেটেছে তাদের। জার্মানির বিপক্ষে সেমি ফাইনালে ৭-১ গোলের ব্যবধানে হেরে সেই দগদগে ক্ষত তারা বয়ে বেড়াচ্ছে আজও। সুইসদের বিপক্ষে শেষ ম্যাচেও জয়ের হাসি হাসতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ১-১ গোলে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। এবার দেখা যাক নেইমারের ‘নেই’ হওয়ার পরও সুইসদের বিপক্ষে কতটা চ্যালেঞ্জ নিতে পারে তিতের শিষ্যরা।