সিলেটের গোলাপগঞ্জে নিজের একমাত্র সম্বল ব্যাটারি চালিত অটোরিকশা হারিয়ে কাঁদছেন প্রতিবন্ধী আব্দুল মালিক (৫৫)।
আব্দুল মালিক উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের মৃত সফাত উল্লাহর ছেলে।
জানা যায়, গত ৮ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের পাশে অটোরিকশা রেখে যান প্রতিবন্ধী আব্দুল মালিক। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখেন ওই জায়গায় অটোরিকশা নেই। সাথে সাথে তিনি চারিদিকে খুঁজে আর অটোরিকশা পাননি।
এরপর মসজিদের সিসিটিভি ফুটেজ যাচাই করলে দেখা যায়, অনেকক্ষণ দুই ব্যক্তি অটোরিকশার পাশে দাঁড়িয়ে রয়েছে। এরপর ব্যাটারি চালিত অটোরিকশার পিছনে থাকা সিএনজি অটোরিকশা তারা সরায়। তাদের দুইজনের মধ্যে একজন অটোরিকশায় উঠে অনেকক্ষণ ধরে চেষ্টা করে চাবি ছাড়া অটোরিকশা চালু করে বের করে নিয়ে যায়।
এঘটনায় আব্দুল মালিক শনিবার (৯ ডিসেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আব্দুল মালিক বলেন, নামাজ পড়ার জন্য রিকশা রেখে মসজিদের ভিতরে যাই। নামাজ শেষ করে বের হয়ে দেখি ওই জায়গায় আমার রিকশা নাই। চারিদিকে খুঁজাখুঁজি করে পাইনি। এরপর মসজিদের সিসিটিভি ফুটেজে দেখি দুইজন ব্যক্তি আমার রিকশা নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘এই রিকশা ছিলো আমার একমাত্র সম্বল। বিভিন্ন জনের সহযোগিতায় আমি রিকশাটি ক্রয় করি। ৪ জনের পরিবারে প্রতিবন্ধী মানুষ হয়েও এই রিকশা চালিয়ে জীবিকানির্বাহ করতাম। রিকশাটি হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করছি।’